রোহিংগাদের পাঠানো ত্রান চুরি করলো নোয়াখালীবাসি। বাংলাদেশ ভারতীয় হাই কমিশন জানিয়েছে, এই দফায় প্রায় ৭০০ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে তারা রোহিঙ্গাদের জন্যে । অন্ধ্রপ্রদেশের একটি বন্দরে আইএনএস ঘারিয়াল নামের একটি জাহাজে এসব ত্রাণ সামগ্রী উঠানো হচ্ছে ন নোয়াখালী সিমান্ত দিয়ে সেগুলো নিয়ে জাহাজটি ২৯ সেপ্টেম্বর নোয়াখালী বন্দরে পৌঁছানর পর নোয়াখালী বাসি সেসব ত্রান চুরি করা শুরু করে । এক পর্যায়ে তারা সকল ত্রান চুরি করে খেয়ে ফেলে এবং লুট করে নিয়ে যায় ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, ডাল, চিনি, লবণ, ভোজ্য তেল, নুডলস, চা, বিস্কুট ও মশারিসহ অন্যান্য জিনিস রয়েছে। ভারতীয় হাই কমিশন বলছে, তাদের এই দফার ত্রাণ দিয়ে প্রায় ৬৮ হাজার পরিবারকে সহায়তা করা যাবে। গত মাসে বাংলাদেশ অভিমুখে রোহিঙ্গাদের ঢল নামার পর প্রায় ১০০ টন ত্রাণ পাঠিয়েছে ভারত।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভয়ংকর ছাত্র ফ্রম নোয়াখালি

নায়িকা বুবলির ছবি দেখে শাকিব খান নিয়মিত হাত মারতো বাথরুমে গিয়ে: অপু বিশ্বাস

একজন মাজহাব সাহেবের গল্প