পোস্টগুলি

অক্টোবর, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রাতজাগা, অগোছালো ও গালিগালাজ অতি বুদ্ধিমানের স্বভাব

ছবি
অতি বুদ্ধিমত্তার অধিকারীরা সাধারণত রাত জাগতে পছন্দ করেন। সেই সঙ্গে তারা বেশ অগোছালো এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজেও পটু। সম্প্রতি এক গবেষণায় এই তথ্য প্রমাণিত হয়েছে। বিজ্ঞানীদের আইকিউ টেস্টে দেখা গেছে, যারা রাতে জেগে থাকতে পছন্দ করেন, জিনিসপত্তর ছড়িয়ে ছিটিয়ে রাখেন এবং গালিগালাজ করে কথা বলেন, তারাই অন্যদের চেয়ে বেশি বুদ্ধিমান। বুদ্ধিমত্তা বেশি থাকার কারণে যে কোন পরিস্থিতিতে তারা সহজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। তবে যদি কোন কারণে তারা চিৎকার করার সুযোগ পেয়ে যান, তখন ইচ্ছেমতো চিৎকার করে নেন। যদিও আমাদের মধ্যে একটি ধারণা প্রচলিত রয়েছে যে, যারা যেকোন পরিস্থিতিতে মাথা গরম করেন এবং চিৎকার করতে থাকেন তারা বোকা। কিন্তু বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হলো যে, বিষয়টি এমন নয়। বুদ্ধিমানদের রাত জাগার অভ্যাস কিন্তু শিশুকাল থেকেই। মার্কিন বেশ কিছু বুদ্ধিমান তরুণ-তরুণীর ওপর গবেষণা করে দেখা গেছে, শিশুকাল থেকেই তারা রাতে দেরিতে বিছানায় যেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। গবেষণায় দেখা গেছে, বড় হওয়ার সঙ্গে সঙ্গে বুদ্ধিমানদের চেয়ে অতি বুদ্ধিমানদের মধ্যে রাত জাগার প্রবণতা বাড়তে থাকে। গবেষণায় দেখা গেছে, আইকিউ পরীক্ষায় যা

অবশেষে মেয়ে সেজে অপরাজিতা সীম কিনতে গিয়ে ধরা পড়লো কুমিল্লার কিছু ছেলেঃ সূত্র বিবিসি

ছবি
দুপুর ১২ টার একটু বেশি,রাজধানীর নীলক্ষেত মোড়ে টেলিটক কাস্টমার কেয়ার সেন্টারের সামনে নারীদের ভিড়। কারণ কাস্টমার কেয়ার সেন্টারগুলোতে নারীদের জন্য বিনামূল্যে ‘অপরাজিতা’ সিম দিচ্ছে টেলিটক। এখানে সিম নিতে আসা নারীদের মধ্যে কিছু ছেলে রুপধারী মেয়েকেও খুজে বের করে পুলিশ । এই ঘটনায় ৩ জন ছেলেকে আটক করে পুলিশ। তারা প্রত্যেকেই নারী সেজে অপরাজিতা সিম কিনতে এসেছিলো টেলিটক কাস্টমার কেয়ারে । পরে তাদের পরিচয় জানতে চাওয়ায় জানা যায় যে তারা প্রত্যেকেই কুমিল্লার মানুষ । এতে পুলিশ ও সাধারণ জনগন ক্ষুদ্ধ হয়ে তাদের বেধ্ম  মার দেওয়া শুরু করে । এর মধ্যেই আজ সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই সেন্টারে প্রায় ৩’শ টি ফর্ম জমা পড়েছে বলে জানিয়েছেন টেলিটকের সেলস এবং ডিস্ট্রিবিউশন কর্মকর্তা সুমন কুমার সাহা। এই ঘটনার পরে কুমিল্লার মানুষের সকল ফর্ম বাতিল করে দিয়েছে টেলিটক কর্মকর্তা । তিনি আমাদের বিশেষ সাংবাদিক কুদ্দুসকে  বলেন,‘ অপরাজিতা প্যাকেজের জন্য প্রতিদিন গড়ে ১ হাজার ফর্ম জমা পড়ছে। জাতীয় পরিচয়পত্র যাচাই করে যত দ্রুত সম্ভব সিম তুলে দিচ্ছি আমরা। তবে বৃহস্পতিবার সকাল থেকেই অপরাজিতা হাতে তুলে দিতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

রামুতে এক রোহিংগার হামলায় বাংলাদেশী যুবক নিহত

ছবি
নিহত আব্দুল জব্বার (২৮) উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের খেদারঘোনা এলাকার বশির আহমদ ফকিরের ছেলে। শনিবার বেলা ৩টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে রামু থানার ওসি মো. লিয়াকত আলী জানান। এ ঘটনায় দেড় মাস আগে মিয়ানমার থেকে এসে খুনিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খেদারঘোনায় আশ্রয় নেওয়া রোহিঙ্গা জিয়াবুল হক (২২) ও তার ফুফু ভেওলা খাতুনকে (২৫) আটক করেছে পুলিশ। ওসি বলেন, ভেওলা খাতুন বেশ কয়েক বছর আগে কক্সবাজারে এসেছেন। উখিয়ার কোটবাজার এলাকা থেকে বছরখানেক আগে খুনিয়াপালংয়ের খেদারঘোনায় শুক্কুর নামে এক ব্যক্তির কাছ থেকে টাকার বিনিময়ে বন বিভাগের জমির দখল বুঝে নিয়ে তিনি ঘর তোলেন। মাসখানেক আগে সেখানেই আশ্রয় পায় তার ভাইপো জিয়াবুল। “সামাজিক বনায়নের ওই জমি নিয়ে শুক্কুর ও আব্দুর জব্বারের মধ্যে বিরোধ ছিল। শনিবার সকালে  বাগান পাহারা দেওয়ার সময় আব্দুল জব্বারের ওপর হামলা চালায় জিয়াবুল ও ভেওলা খাতুন।” স্থানীয়রা জব্বারকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান ওসি। তিনি বলেন, নিহতের মাথায়

এবার ধর্ষনের শিকার হলো জনপ্রিয় অভিনেতা হিরো আলম

ছবি
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় হিরো আলম।বগুড়ার ডিশ ব্যাবসায়ী আলম কিভাবে হয়ে যান হিরো আলম তা সবার জানা।নানা তর্ক বিতর্ক যাই হোক বর্তমান সময়ে তিনি জনপ্রিয়তার শীর্ষে। আগামী বছর যৌথ প্রজোননায় তার নতুন ছবি “পেটের ভেতর তুমি” প্রকাশ হবার কথা রয়েছে।কিন্তু এর মাঝে এলো এক ভয়ানক খবর। ১০ তারিখে ধর্ষনের শিকার হন হিরো আলম।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়ঃ ১০ তারিখ দিবাগত রাত ১১ টায় আরেক জনপ্রিয় পর্নস্টার রেশমি এলোনের এক পার্টিতে যান হিরো আলম যেখানে এক পর্যায়ে উপস্থিত নারীরা বেশ হর্নি হয়ে যান এবং হিংস্র বাঘের মত ঝাপিয়ে পড়েন হিরো আলমের  উপরে। এ সময় হিরো আলম বাচাও বাচাও বলে চিক্কুর পাড়েন। অবস্থা বেগতিক দেখে রেশমি তার মুখে তার বিশাল বক্ষ দিয়ে চেপে ধরেন।এ সময়ে একে একে উপস্থিত সব নারীরা ঝাপিয়ে পড়েন হিরো আলমের উপরে। এ সময়ে উপস্থিত কিছু নারী ভিডিও ধারন করেন এবং পুলিশে মামলা করলে লিংক বের করার হুমকি দেন বলে জানা যায়।এদিকে ধোলাইখাল মেডিকেল কলেজের ডাক্তার মনজুর আলম বলেনঃ হিরো আলমের যৌনকেশে ৫ জন নারীর Dna পাওয়া গেছে এবং ভিক্টিমের নুনুর অবস্থা বেশ খারাপ বলে জানান তিনি। হিরো আলমের সাথে দেখা করার পর তিনি জানান

আজকে বাসায় ডিম না নিয়ে গেলে নোয়াখাইল্লা বৌ পাছা দিয়ে গরম ডিম ভরবে: আবুল মিয়া

ছবি
আজকে বিশ্ব ডিম দিবস। আবুল মিয়া বেসরকারি একটা কোম্পানিতে চাকরী করে। শুক্রবারের দিন তাই ছুটি। কিন্তু বৌ সকাল সকাল ঘুম থেকে ডাকাডাকি করে উঠায় দিছে। নোয়াখাইল্লা বৌ আমার। এরা একটু দজ্জালই হয়। আমি নিজেও নোয়াখাইল্লা। তাই সকালবেলা বৌ বালতি ধরায় দিছে ডিম নিয়ে আসতে। আর বলে দিছে সবার থেকে যদি বেশি ডিম না নিয়ে আসতে পারো তাহলে বাসায় যে ডিম আছে ঐগুলা গরম করে তোমার পিছ দিয়ে দিবো। নোয়াখাইল্লা বৌ বুঝেনই তো। তাই অসহায়ের মত বালতি নিয়ে আসছি। আর আমার পিছে  সামনে যাদের দেখছেন তার বেশির ভাগই নোয়াখাইল্লা,তাদের বৌয়েরও একই অবস্থা। তাই বলি কি ভাই বিয়া সব জেলার মাইয়ারে করতে পারনে কিন্তু নোয়াখাইল্লা কইরেন না।

বাপ কখনো সন্তানকে ফেলে দেয় না : নেইমার

ছবি
এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা কোয়ালিফাই নিয়ে হাজারো জলপনা কল্পনা চলতেছে। তারা পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে। এখন যদি ব্রাজিল চিলির সাথে জিতে এবং আর্জেন্টিনা  ইকুয়েডরের সাথে তাহলেই আর্জেন্টিনা বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে। কিন্তু ব্রাজিলের চিলির সাথে জিততে হবেই। গতকাল মেসি নেইমারকে কল দিয়ে অনুরোধ করতে চাইছিলো, যাতে যে করে হোক ব্রাজিলের সাথে জিতে যায়। অবশ্য নেইমার বিজি থাকার কারনে মেসির কল ধরতে পারেনি। পরে শতব্যস্ততা কাটিয়ে মেসির কল ব্যাক করে নেইমার মেসিকে বলেছে, বাপ কখনো সন্তানকে ভুলে যেতে পারে না, সন্তানের বিপদে বাপ এগিয়ে আসবে এটা স্বাভাবিক। তুই কোন চিন্তা করিস না। আমরা চিলির সাথে জিতবো। এদিকে মেসি খাওয়াদাওয়া বন্ধ করে দিছে। শোনা গেছে মেসির শরীরের অবস্থাও বেশি ভাল না। এছাড়া বাংলাদেশে আর্জেন্টিনা কিছু সাপোর্টারস যারা এতদিন ব্রাজিলকে নিন্দা করছে, তারাই বলে মসজিদে মসজিদে গিয়ে ব্রাজিলের জয়ের জন্য মিলাদ পড়ায়তেছে।

আর্জেন্টিনাকে সাথে নিয়েই ব্রাজিল বিশ্বকাপ খেলতে যাবেঃ নেইমার

ছবি
আর্জেন্টিনাকে ছাড়া বিশ্বকাপ! চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছেও যেন কল্পনাতীত! মেসিদের যেন বিশ্বকাপে দেখা যায় সেজন্য নেইমারদের যথাসাধ্য চেষ্টা করতে বলছেন তোস্তাও। ১৯৭০ সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের সদস্যের বিশ্বাস, চিলিকে হারিয়ে নিজেদের কাজটা সেরে রাখার পাশাপাশি আর্জেন্টিনাকেও টেনে তুলতে সাহায্য করবে ব্রাজিল। সাউথ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে নিজেদের মাঠে চিলির মুখোমুখি হবে সেলেসাওরা। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে অনেক আগেই বিশ্বকাপ নিশ্চিত করা আছে টিটের দলের। ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকা চিলি এবং ২৫ পয়েন্ট নিয়ে ছয়ে থাকা আর্জেন্টিনার কাছে নিজেদের শেষ ম্যাচটা বাঁচা-মরার। ব্রাজিলের মাঠে চিলি হেরে গেলে এবং ইকুয়েডরের মাঠে মেসিরা জয় নিয়ে ফিরতে পারলেই উল্টে যাবে সমস্ত হিসাব-নিকাশ। আর্জেন্টিনার সম্ভাবনা থাকবে সরাসরি বিশ্বকাপ খেলার, আর চিলি হয় ছিটকে যাবে বাছাই পর্ব থেকে নয়তো খেলতে হবে প্লে-অফে। এমন সমীকরণকে ঘিরে ব্রাজিলের সঙ্গে চিলির গোপন আঁতাতের গুঞ্জন নিয়ে মুখর আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলো। যেহেতু হারলেও ক্ষতি নেই, তাই ব্রাজিলকে হেরে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে চিলির পক্ষ থেক